৩ অক্টোবর, ২০২২ ১৯:১২

জয়পুরহাটে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা

‘বৈষম্য হ্রাসের অঙ্গীকার করি, সবার জন্য টেকসই নগর গড়ি’এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে  জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকালে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক  শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফারজানা হোসেন, গণপূর্ত বিভাগ জয়পুরহাট (পিডব্লিউডি) এর নির্বাহী প্রকৌশলী ডঃ ফারজানা আক্তার, জেলা এলজিইডি নির্বাহী পরিচালক আলাউদ্দিন হোসেন প্রমুখ।

সভায় বক্তারা আমার গ্রাম, আমার শহর প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষে এবং নিরাপদ আবাসন তৈরীতে বিল্ডিং কোড যথাযথভাবে মেনে আবাসন তৈরীর এবং গ্রামীন আবাসন নির্মানেও জনসচেতনতা তৈরীতে ভূমিকা রাখার আহ্বান জানান।

বিডি প্রতিদিন/এএম

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর