কথা কাটাকাটির জের ধরে মেহেরপুরের গাংনীতে দু’জনকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহতরা হলেন- শফিকুল ইসলাম ও তার ভাই রফিকুল ইসলাম। তারা গাংনী উপজেলার কালিগাংনী গ্রামের মৃত সদর আলীর ছেলে।
শনিবার সকাল ১০ টার দিকে গাংনী উপজেলার কালিগাংনী গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, শুক্রুবার জুম্মার নামাজ শেষে রাশেদ, মান্নানসহ কয়েকজন মুসুল্লিদের সাথে কথা তর্কে জড়ায়। শনিবার সকালে শফিকুল বাড়ি থেকে বের হলে রাশেদ, মান্নান, হামিদুল শহিদুল ও মহিবুল দেশীয় অস্ত্র দা কুড়াল, রামদা নিয়ে তার ওপর আক্রমণ চালায়। এতে শফিকুল মাটিতে লুটিয়ে পড়লে তার ভাই রফিকুল তাকে উদ্ধার করতে যায়। এ সময় তাকেও বেদম প্রহার করে হামলাকারীরা। পরে এলাকাবাসী ও পরিবারের লোকজন তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত দু’জনের আবস্থা আশঙ্কামুক্ত নয়। দু’জনেরই মাথায় গভীর ক্ষত রয়েছে। আহত শফিকুলের শরীরে ১৩টি ও রফিকুলের শরীরে ১৪টি সেলাই দেওয়া হয়েছে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/কালাম