ময়মনসিংহের ফুলপুরে প্রাইভেটকার ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের ফুলপুর উপজেলার হরিরামপুর এলাকায় শেরপুরগামী একটি পাজেরো গাড়ির সঙ্গে বিপরীতমুখী ময়মনসিংহগামী একটি মাছবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাতজন আহত হন।
আহতরা হলেন- ময়মনসিংহের মাসকান্দা গ্রামের মাছ ব্যবসায়ী গোলাম মোস্তফা (৫০), তারাকান্দার কয়রাকান্দা গ্রামের জাকিরুল (২৫), মিলন (২০), টাঙ্গাইলের মধুপুরের সিয়াম (২৯), ফুলবাড়িয়ার মামুন (৩৩), গৌরীপুরের আলম (৩৫) ও সরিষাবাড়ির শামছুল হক (৪২)।
এদের মধ্যে আলম, শামছুল হক, মামুন ও সিয়ামের অবস্থা গুরুতর। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আর মোস্তফা, জাকিরুল ও মিলনকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/কালাম