বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মঙ্গলবার গাজীপুরে বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভার আয়োজন করা হয়।
এছাড়া কেন্দ্রীয়ভাবে আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়ালি ভাষণ সম্প্রচার, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহরের জয়দেবপুর পিটিআই এর শহীদ আহসান উল্লাহ মাস্টার মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান।
বক্তব্য রাখেন গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-কমিশনার আবু তোরাব মো: শামছুর রহমান, গাজীপুরের সিভিল সার্জন ডা: মো: খায়রুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: কামরুজ্জামান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: আতাউল্লাহ মন্ডল, অধ্যাপক মুকুল কুমার মল্লিক।
এদিকে দিবসটি পালন উপলক্ষে গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়। সকালে গাজীপুর সিটি কর্পোরেশন চত্বরে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে গাজীপুর সিটি কর্পোরেশনের মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম সফিউল আজমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিসিসির ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ। অনুষ্ঠানে অংশ নেন জিসিসির সচিব মো: আব্দুল হান্নান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: আকবর হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: মজিবুর রহমান কাজল, জিসিসির কাউন্সিলর মো: শাহজাহান মিয়া প্রমুখ। পরে শেখ রাসেলের ছবি অংকিত বিশাল আকৃতির একটি কেক তাঁর জন্মদিন উদযাপন করা হয়।
এছাড়া রাজধানীর বনানীতে শেখ রাসেলের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাহবুবুল আলম জোয়ার্দার। গাজীপুরস্থ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শেখ রাসেল দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান।
বিডি প্রতিদিন/এএম