তফসিল ঘোষণার পর নির্বাচনী হাওয়া জমজমাট হয়ে উঠেছে মার্কেটে। নোয়াখালী পৌর ব্যবসায়ী ও দোকান মালিক কল্যাণ সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি ও সম্পাদকসহ বিভিন্ন প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নির্বাচন কমিশনের নিকট প্রার্থীরা স্ব স্ব মনোনয়নপত্র জমা দেন। আগামী ১২ নভেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে তফসিল ঘোষণার পর পরেই প্রার্থী ও ভোটারদের মাঝে ব্যাপক উৎসব আমেজ বিরাজ করছে।
নির্বাচনে সভাপতি ও সম্পাদক, সহ-সভাপতি ও সদস্যসহ ৯টি পদের জন্য ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫৪৬ জন। এদিকে নির্বাচন কমিশন হিসেবে তিনজন দায়িত্ব পালন করছেন।
এই নির্বাচনকে ঘিরে দীর্ঘ ১২ বছর পর উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সম্পাদক পদপ্রার্থী মো. ইসমাইল হোসেন জানান, তিনি বিগত সময়ের ন্যায় মার্কেটের মালিক ও সদস্যদের সুযোগ-সুবিধা এবং সব ধরনের উন্নয়নের জন্য কাজ করবেন, মার্কেটকে আরও প্রসারিত করার জন্য সকল ভোটারদের সহযোগিতা কামনা করেন।
সভাপতি প্রার্থী ইকরাম উল্যা ডিপটি জানান, এই মার্কেটকে প্রতিষ্ঠা করার পর থেকে সদস্যদের সব ধরনের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি ও ভবিষ্যতে যাবো। অপর সভাপতি প্রার্থী সাইফুদ্দিন সোহান জানান, মার্কেটের উন্নয়নসহ ব্যবসায়ীদের আপদে-বিপদে সব সময় পাশে থাকবেন।
মার্কেটের ভোটার ও ব্যবসায়ী গোলাম জিলানী দিদারসহ অন্যান্য ভোটাররা জানান, আমরা সৎ ও দায়িত্বশীল প্রার্থীদের নির্বাচিত করবো।
বিডি প্রতিদিন/এমআই