প্রিয় দল আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে লক্ষ্মীপুরের রামগতিতে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার চর রমিজ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম নাবিল হোসেন (১৬)। সে ওই এলাকার ফরাজি বাড়ির মো. মুরাদের বড় ছেলে এবং বিবিরহাট রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ছিল।
এ খবর নিশ্চিত করেছেন রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন।
তিনি বলেন, ‘নাবিল বৈদ্যুতিক খুঁটিতে আর্জেন্টিনার পতাকা টাঙাতে গেলে তারের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ওসি।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ