চার দফা দাবিতে আয়োজিত চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকালে ওই হামলায় সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ পাঠান আহত হয়েছেন। পরে পুলিশ ওবায়েদ পাঠানের অফিস থেকে ৮টি ককটেল উদ্ধার করেছে।
ওবায়েদ পাঠান জানান, বিকালে কর্মসূচি পালনের শুরুতেই অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা হামলা চালায়। হামলাকারীদের ছোড়া ইটের আঘাতে তিনি আহত হোন। পরে হামলাকারীরা চলে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে বিএনপির দুই কর্মীকে আটক করে। এদিকে ঘটনার পর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ পাঠানের বাতেনখার মোড়স্থ ব্যক্তিগত অফিকে তল্লাশি চালায় পুলিশ।
সদর থানার ওসি এ কে এম আলমগীর জাহান জানান, তল্লাশির সময় পুলিশ ওবায়েদ পাঠানের অফিস থেকে ৮টি ককটেল উদ্ধার করেছে। তিনি আরও জানান, ককটেলগুলো বিশৃঙ্খলা সৃষ্টির জন্য রাখা হয়েছিল। এ ব্যাপারে মামলা দায়েরর প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এএম