৩ ডিসেম্বর, ২০২২ ১১:২৩

বোয়ালমারীতে অমল বোস স্মরণে স্মৃতিচারণ সভা

বোয়ালমারী প্রতিনিধি:

বোয়ালমারীতে অমল বোস স্মরণে স্মৃতিচারণ সভা

ফরিদপুরের বোয়ালমারীতে খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা অমল বোসের স্মরণে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বোয়ালমারী উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শুক্রবার বিকাল ৪টায় একাডেমির মিলনায়তনে এ স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। 

শিল্পকলা একাডেমির সদস্য আমীর চারু বাবলুর সঞ্চালনায় স্মৃতিচারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিল্পকলা একাডেমির সভাপতি মোশারেফ হোসাইন। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘শিল্প সাংস্কৃতির অগ্রযাত্রায় আসুন আমরা ঐক্যবদ্ধ হই। নিজেদের মেধাকে কাজে লাগিয়ে ব্যক্তি, সমাজ ও দেশের কল্যাণে অগ্রণী ভূমিকা রাখি। জনপ্রিয় অভিনেতা প্রয়াত অমল বোস শুধু বোয়ালমারীরই কৃতি সন্তান ছিলেন না। তিনি ছিলেন সারাদেশের সম্পদ। অভিনয়ের মাধ্যমেই তিনি হাজার বছর মানুষের মাঝে বেঁচে থাকবেন। 

অন্যান্যের মধ্যে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন প্রয়াত অভিনেতা অমল বোসের চাচাতো ভাই ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মলয় কুমার বোস, বোয়ালমারী সাংস্কৃতিক ঐক্যমঞ্চের সভাপতি জীবন কৃষ্ণ পাল, চতুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনীর হোসেন রাফী, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ ও শিল্পকলা একাডেমির সদস্য সচিব লিয়াকত হোসেন লিটন, রাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ শাহিনুর আলম, বোয়ালমারী বার্তা সম্পাদক অ্যাড. কোরবান আলী, চলচ্চিত্র অভিনেতা পরিচিত রহমান (সবুজ) প্রমুখ। 

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শিল্পকলা একাডেমির সদস্য খান মোস্তাফিজুর রহমান সুমন ও সাংস্কৃতিক কর্মী মো. আলামিন নিবিড়।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর