২২ ডিসেম্বর, ২০২২ ১৯:৪৫

গাজীপুরে লরির চাপায় নিহত ১

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে লরির চাপায় নিহত ১

প্রতীকী ছবি

গাজীপুরে লরির চাপায় মোটরসাইকেল আরোহী এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহষ্পতিবার কালীগঞ্জ থানাধীন তুমুলিয়া ইউনিয়নের বর্তুল বরিহাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম-জাকারিয়া দেওয়ান (৩২)। তিনি কালীগঞ্জ থানাধীন উলুয়া এলাকার কফিল উদ্দিন দেওয়ানের ছেলে। তিনি বিভিন্ন ইটভাটায় মাটি সরবরাহের ব্যবসা করতেন।

কালীগঞ্জ থানার এস আই মাজহারুল ইসলাম খান জানান, বৃহষ্পতিবার দুপুর পৌণে দুইটার দিকে কালীগঞ্জের তুমুলিয়া-কলিঙ্গা সড়ক দিয়ে (বেড়ি বাঁধ) মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন জাকারিয়া দেওয়ান। পথে বর্তুল বরিহাটি এলাকার বিএমসি লবন কারখানার সামনে পৌছলে পাশের জমি থেকে সড়কে উঠে আসা মাটি বোঝাই একটি লরি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত জাকারিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। বিকেলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

নিহতের চাচা সফিউদ্দিনসহ স্বজনরা জানান, এ ঘটনার আগে জাকারিয়ার সঙ্গে ওই লরি চালক আল আমিনের কথা কাটাকাটি হয়। এসময় জাকারিয়াকে দেখে নেয়ার হুমকি দেয় আল আমিন। এর জেরে ক্ষুব্ধ আল আমিন ইচ্ছাকৃতভাবে লরিতে চাপা দিয়ে জাকারিয়াকে হত্যা করে। 

বিডি প্রতিদিন/এএম

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর