বিএনপির গণসমাবেশে জনসমুদ্রে পরিণত হয়েছে রাঙামাটি। দলে দলে যোগ দিয়েছে রাঙামাটির ১০টি উপজেলার হাজার হাজার নেতাকর্মী। বিভিন্ন ব্যানার ফেস্টুন হাতে নিয়ে গণমিছিলে যোগ দিয়েছে বিএনপির জেলা, উপজেলার অঙ্গ সংগঠনের নেতা কর্মী ও সমর্থকরা।
শনিবার দুপুর আড়াইটাই রাঙামাটি পৌরসভা চত্বর থেকে এ গণমিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপা পেট্টলপাম্প এলাকা ঘুরে সমাবেশে মিলিত হয় নেতাকর্মীরা। মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন রাঙামাটি জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপের তালুকদার দীপু, সাধারণ সম্পাদক মো. মামুনুর রশিদ মামুন, সংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম পনিরসহ অন্যান্য নেতাকর্মীরা।
অন্যদিকে গণমিছিল শুরুর আগে রাঙামাটির লংগদু, বিলাইছড়ি, জুরাছড়ি, বরকল, নানিয়ারচর, কাপ্তাই, রাজস্থলী ও বাঘাইছড়ি উপজেলা থেকে নদী ও সড়ক পথে সমাবেশে যোগ দিতে আসেন নেতাকর্মীরা। তাদের পদচারণায় কানায় কানায় পূর্ণ হয় রাঙামাটি শহর। স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো শহর।
বিডি প্রতিদিন/হিমেল