বগুড়া সদর উপজেলায় রঞ্জু সরদার হত্যা মামলায় ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুর পৌনে ২ টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মন্ডল এই রায় দেন। একই সঙ্গে দন্ডিতদের ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে অতিরিক্ত আরও ছয় মাসের কারাদন্ডের রায় ঘোষণা করেন বিচারক।
দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বগুড়া সদর উপজেলার বানদিঘি এলাকার মোঃ রিপন শেখ, মোঃ রাজু শেখ, রিজু শেখ, আইনুল ইসলাম, মোঃ একরাম হোসেন ওরফে প্যারাসুট, খয়বর আলী, আজগর আলী, সিরাজুল ইসলাম, মোঃ জিন্নাহ প্রামাণিক, মাহফুজার রহমান ও আশরাফুল ইসলাম আশরাফ। হত্যা মামলার রায় ঘোষণার সময় আদালতে ৫ জন আসামী হাজির ছিলেন ও পাঁচজন পলাতক এবং দুইজনের মৃত্যু হয়েছে। হত্যা মামলায় দন্ডিত একরাম হোসেন ওরফে প্যারাসুট গত বছরে জেলে কারাভোগের সময় মৃত্যুবরণ করেন।
রঞ্জু হত্যা মামলায় রায়ের বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) নাছিমুল করিম হলি জানান, দন্ডপ্রাপ্তদের সঙ্গে নিহত রঞ্জু সরদার ডিশ লাইনের ব্যবসা করতো। এই ব্যবসা নিয়ে দ্বন্দের জের ধরে ২০১২ সালে ৭ জুলাই ভোরে রঞ্জু সরদারকে কুপিয়ে হত্যা করে। হত্যারপর থানায় মামলা দায়ের হয়। মামলার তদন্ত শেষে গত ২০১৩ সালের জুন মাসে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী আদালতে চার্জশীট দাখিল করেন।
মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করে নিহতের বাবা আজহার আলী সরদার জানিয়েছেন, মৃত্যুর আগে সস্তান হত্যার বিচার দেখে যেতে পারলাম। এই মামলার ন্যায় বিচার পেয়ে আমি সন্তুষ্ট।
বিডি প্রতিদিন/এএম