জাতীয় ও দলীয় পতাক উত্তোলন, আলোচনা সভা ও র্যালির মধ্যে দিয়ে সোমবার মাগুরায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
সকাল ১১ টায় শহরের ইসলামপুর পাড়া জেলা বিএনপির কার্যালয়ে দলীয় নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সংগঠনের ৪৪তম প্রতিষ্ঠাবাষিকীর কর্মসূচি উদ্বোধন করা হয়। পরে জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তাহের সবুজের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন-জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফারুকুজ্জামান ফারুক, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, সদর থানা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন, পৌর বিএনপির আহবায়ক মাছুদ হাসান খান কিজিল, বিএনপি নেতা নাজমুল হাসান লিটন, অ্যাড. তরিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফুজ্জামান শামীম প্রমুখ।
পরে উপস্থিত নেতাকর্মীরা বিএনপি কার্যালয় থেকে একটি র্যালি বের করে। র্যালিটি শহরের পারন্দুয়ালী এলাকায় গিয়ে শেষ হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন