বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বান্দরবান জেলা ছাত্রলীগ বুধবার সকালে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। সকালে বান্দরবান শহরের রাজার মাঠ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু মুক্তমঞ্চ চত্বরে এসে শেষ হয়। পরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে ‘ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি অং ছাইং-উ পুলু এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মানিক বক্তব্য রাখেন।
বিডিপ্রতিদিন/কবিরুল