নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন আষাঢ়িয়ারচর এলাকা থেকে বুধবার সকালে দীর্ঘ দিন ধরে পলাতক ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. আরিফকে (২৭) গ্রেফতার করেছে র্যাব-১১। গ্রেফতারকৃত আরিফ আষাঢ়িয়ারচর এলাকার মোঃ স্বপনের ছেলে।
বিকেলে র্যাব-১১ এর মিডিয়া অফিসার ও সহকারী পরিচালক এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামি মো. আরিফ (২৭) মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানায় ২০১৭ সালে মাদকদ্রব্যসহ গ্রেফতার হয়। পরবর্তীতে আসামী মো. আরিফ জামিনে বের হয়ে দীর্ঘদিন যাবত পলাতক থাকে। এরই প্রেক্ষিতে বিজ্ঞ আদালত গ্রেফতারকৃত আসামীকে ৫ (পাঁচ) বছরের সাজা প্রদান করে। গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র্যাব-১১ এর একটি টিম আসামীর অবস্থান শনাক্ত পূর্বক গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিকে সোনারগাঁ থানায় পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম