৪ জানুয়ারি, ২০২৩ ১৮:৪৭

গোপালগঞ্জে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন জিওসি ও এরিয়া কমান্ডার বরিশাল এরিয়া

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন জিওসি ও এরিয়া কমান্ডার বরিশাল এরিয়া

৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার বরিশাল এরিয়া মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা ৭ পদাতিক ডিভিশনের শীতকালীন প্রশিক্ষণ এলাকা গোপালগঞ্জের মানিকদহে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। ছবি : আইএসপিআর

বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের দায়িত্বপূর্ণ শীতকালীন প্রশিক্ষণ এলাকা গোপালগঞ্জের মানিকদহে শীতবস্ত্র বিতরণ করেন জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার বরিশাল এরিয়া মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা, আরসিডিএস, এনডিসি, পিএসসি। বুধবার ১১০০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় জিওসি ও এরিয়া কমান্ডার বরিশাল এরিয়া মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সুখে-দুঃখে সকল সময়ে দেশের মানুষের পাশে থেকে যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, দেশগঠন ও যেকোনো দুর্যোগে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। প্রশিক্ষণকালীন সেনাবাহিনী তার জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের পাশে নিয়মিত দাঁড়ায়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী আজ গোপালগঞ্জ অঞ্চলের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বলে তিনি মত প্রকাশ করেন।

প্রশিক্ষণ এলাকায় নিম্ন আয়ের শীতার্ত মানুষের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণের এই মানবিক কার্যক্রম সর্বস্তরের মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্থানীয় ফরমেশনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, জেসিও এবং অন্যান্য পদবির সেনাসদস্যগণ, গণমাধ্যম ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর