টাঙ্গাইলের সখীপুরে ৭৬তম ফাইল্যার মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার দাড়িয়াপুর গ্রামে এই মেলায় কয়েকদিন ধরেই লক্ষ মানুষের সমাগম। ছাগল ও গরুসহ বিভিন্ন কিছু মানত নিয়ে জেলা ও উপজেলা থেকে গাড়ি নিয়ে লোকজন ছুটে আসছে মেলায়।
মেলাকে কেন্দ্র করে কয়েক হাজার দোকান, সার্কাস ও বিনোদনের ব্যবস্থা করেছে মেলা কমিটি। মেলার নিয়ম, শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ ও গ্রাম্য পুলিশ মোতায়েন করেছে সখীপুর থানা।
সরেজমিন দেখা যায়, মেলাকে কেন্দ্র করে প্রায় দেড়, দুই কিলোমিটার জুড়ে মানুষের রান্না করা আর খাওয়া-দাওয়ার ধুম। সড়কের পাশে বাস, ট্রাক, মাইক্রোবাস, সিএনজি ও মোটরসাইকেল রেখে নারী-পুরুষ শিশু-বৃদ্ধ দলমত নির্বিশেষে সবাই পায়ে হেঁটে ছুটে যাচ্ছে মেলায়। মেলা ঘুরে গলায় মালা, হাতে বেলুন, বাঁশি এবং বাচ্চাদের খেলনা নিয়ে বাড়ি ফিরছে সবাই। এই মেলার ঐতিহ্য কলসির মতো বড় কদমা, বালিশ মিষ্টি ও বাতাসা।
মেলা কমিটির সাধারণ সম্পাদক মো. সানোয়ার হোসেন মাস্টার বলেন, ১০ দিন ধরে মেলা শুরু হয়েছে। লক্ষ লক্ষ মানুষ মেলা দেখতে আসে। তারা নিজেরাই রান্না করে খেয়ে যায়। মাসব্যাপী এই ফাইল্যার মেলা চলে।
আনোয়ার নামে এক মিষ্টির দোকানি বলেন, অন্যান্য বছরের চেয়ে এ বছর মেলায় সমাগম বেশি। বেচাকেনাও বেশি।
মানিকগঞ্জ থেকে আসা আবুল কাশেম নামের এক দর্শনার্থী বলেন, আমার একটা মানত ছিল, তাই পরিবার নিয়ে আসছি। মেলায় এসে অনেক ভালো লাগলো।
সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরও মেলা শুরু হয়েছে। শুনেছি মেলায় প্রচুর লোক আসে। এই মেলা সম্পর্কে কোনো অনৈতিক, অশ্লীল বা বিশৃঙ্খলার অভিযোগ পাইনি।
বিডি প্রতিদিন/এমআই