দিনাজপুরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে ও দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস-২০২৩ আন্তঃউপজেলা পর্যায়ের প্রতিযোগিতা শুরু হয়েছে।
রবিবার দুপুর ১২টায় দিনাজপুর স্টেডিয়ামে বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে যুব গেমসের উদ্বোধন করেন দিনাজপুর জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি খালেদ মোহাম্মদ জাকী।
এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের পতাকা ও দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার পতাকা উত্তোলন করা হয়। ৮ থেকে ১০ জানুয়ারি আন্তঃউপজেলা পর্যায়ে হকি, কারাতে, সাইক্লিং ও কুস্তিসহ মোট আটটি ইভেন্টে জেলার ১৩ উপজেলার খেলোয়াড়রা অংশ নিয়েছে। প্রথম দিনে ছয়টি প্রতিযোগিতা সম্পন্ন হয়।
সোমবার হবে হকি ও বাস্কেটবল প্রতিযোগিতা। আগামীকাল ১০ জানুয়ারি পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে যুব গেমসের প্রতিযোগিতা।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনিচুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মমিনুল করিম, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রতিনিধি হাবিবুর রহমান জামিল। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই