রাঙামাটির কাপ্তাইয়ে বিস্ফোরণে বাবা ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মোঃ ইসমাইল মিয়া (৪০) ও তার ছেলে মোঃ রিফাত মিয়া (৭)।
এ ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন ইসমাইলের সহধর্মিণী সকিনা বেগম( ৩৫)। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তবে কি বিস্ফোরণ হয়েছে সে বিষয়ে সঠিক কোন তথ্য নিতে পারেনি পুলিশ। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাপ্তাই উপজেলার বাদশামিয়া টিলাইয়া ঘটনা ঘটে ।
কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ জানান, রাঙামাটি কাপ্তাই উপজেলায় বাদশা মিয়া টিলায় একটি ঘরে বিস্ফোরণের শব্দ শুনতে পায় স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। ঘরে আহত অবস্থায় দিনমজুর মোঃ ইসমাইল মিয়া ও তার ছেলে মোঃ রিফাত মিয়া ও সকিনা বেগমকে পাওয়া যায়। পরে আহতদের উদ্ধার করে প্রথমে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই ইসমাইল মিয়া ও রিফাত মারা যায়। তবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সকিনা বেগমকে।
চেয়ারম্যান আরও বলেন, ধারণা করা হচ্ছে সড়ক থেকে কুড়িয়ে আনা কোন কিছুর মধ্যে বিস্ফোরক ধাতু থাকতে পারে।
কাপ্তাই উপজেলা থানার কর্মকর্তা জসিম উদ্দিন জানান, পুলিশ-ফায়ার সার্ভিস ঘটনাস্থলে রয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে কিসের বিস্ফোরণ, আর কেনইবা এ বিস্ফোরণ হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল