শীতার্ত মানুষের পাশে থাকতে বৃহত্তর লাকসাম বঙ্গবন্ধু ফোরাম চট্টগ্রাম'র পক্ষ থেকে রবিবার লাকসাম এবং মনোহরগঞ্জে পৃথক চারটি অনুষ্ঠানে পাঁচ শতাধিক পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সংগঠনের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণের পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলামের ছোট ভাই, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মো. নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আয়কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. এনায়েত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক আবুল খায়ের, সৌমেন্দ্র বসু টুলু সিআইপি, আক্তার হোসেন মিলন, আজাহারুল ইসলাম।
পৃথক চারটি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১১ নং বিপুলাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হোসেন, ৮নং খিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আল আমিন ভূঁইয়া, নরপাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আলহাজ্ব আলী আহম্মেদ।
বিডি প্রতিদিন/ফারজানা