কুড়িগ্রামের ওপর দিয়ে বইছে মাঝারী ধরণের শৈত্য প্রবাহ। তীব্র ঠান্ডা ও কুয়াশার কারণে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। বুধবার (১৮ কানুয়ারি) ভোরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে শীতজনিত কারণে আব্দুর রহমান নামে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বলে জেনারেল হাসপাতাল সুত্রে জানা গেছে। অতিরিক্ত ঠান্ডায় নতুন করে হাসপাতালে আরো ১০৬জন রোগী ভর্তি হয়েছে।
জেলার রাজারহাট আবহাওয়া অফিস জানায়, জেলায় বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা এবছর জেলায় সর্বনিম্ন। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের জরুরি শাখায় কর্মরত নার্সিং সুপারভাইজার জুলেখা বেগম জানান, নিউমেনিয়ায় আক্রান্ত হয়ে আব্দুর রহমান নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে কুড়িগ্রাম পৌরসভার মুন্সিপাড়া এলাকার জাহাঙ্গীরের ছেলে।
জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীনুর রহমান সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিউমেনিয়ায় আব্দুর রহমান নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার হাসপাতালে মোট ৩১১জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ডায়রিয়া ওয়ার্ডে ৪৫ জন, শিশু ওয়ার্ডে ৫৩ জন এবং বাকীরা জেনারেল ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ