ব্রাহ্মণবাড়িয়ার কসবায় স্কুলছাত্র হত্যা মামলায় ১৭ বছর পলাতক থাকার পর গ্রেফতার হলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।
বৃহস্পতিবার বিকাল ৪টা ৪০ মিনিটে চাঁদপুরের শাহরাস্তী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শওকত আলী (৩৪), ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মো. হাছন আলীর ছেলে।
শুক্রবার সকালে র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. ফজলুল হক এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃত মো. শওকত আলী আদালতে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলেও তিনি পলাতক ছিলেন।
র্যাব আরও জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি আভিযানিক দল গত ১৯ জানুয়ারি বিকাল ৪টা ৪০ মিনিটে চাঁদপুরের শাহরাস্তী থানা এলাকায় অভিযান চালিয়ে মো. শওকত আলীকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শওকত আলী জানিয়েছেন, এ ঘটনা পর থেকে তিনি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নিজের নাম পরিবর্তন করে প্রথমে ঢাকায় একটি লন্ড্রিশপে এবং পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন কাজ করে আত্মগোপনে ছিলেন। সর্বশেষ চাঁদপুরে একটি বেকারি পণ্যের সেলস ম্যানের কাজ করতেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন