শিরোনাম
২০ জানুয়ারি, ২০২৩ ২২:০৫

নাটোরে দুস্থদের মাঝে কম্বল বিতরণ

নাটোর প্রতিনিধি

নাটোরে দুস্থদের মাঝে কম্বল বিতরণ

নাটোরে দুস্থদের মাঝে কম্বল বিতরণ

হিম শীতল বাতাশে বাড়ছে শীতের তীব্রতা। পৌষের কনকনে শীতে রিতীমতো জবুথবু অবস্থা। বিত্তবানদের শীত নিবারণের সামর্থ থাকলেও অসহায় দুস্থদের চিত্র ভিন্ন। শীত নিবারণের ক্ষেত্রে বড্ড নিরুপায় তারা। এ সমস্ত নিরুপায় মানুষদের পাশে দাঁড়াচ্ছে জয় বাংলা উইয়ুথ এওয়ার্ড প্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন ‘কল্লোল ফাউন্ডেশন’। 

শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্বেচ্ছাসেবী সংগঠন ‘কল্লোল ফাউন্ডেশনে’র উদ্দ্যোগে ৫ শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়। 

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তি এসব শীতবস্ত্র বিতরণ করেন। এসময় প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ, সাধারণ সম্পাদক মিল্টন উদ্দিন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু রাজ কুমার কাসি, যুগ্ম সম্পাদক রেজাউল করিম সবুজ, আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুদ সরকার গুরুদাসপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মো. মাজেম আলী মলিন প্রমুখ। 

অ্যাডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তি বলেন, ‘ক্ষুধা দারিদ্র্যমুক্ত দেশ গড়তে জননেত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন। তার কাছ থেকেই শিখেছি কীভাবে অবহেলিত মানুষের কল্যাণে কাজ করতে হয়। তারই অংশ হিসেবে ‘কল্লোল ফাউন্ডেশানে’র পক্ষ থেকে এই ক্ষুদ্র প্রয়াস। আগামীতে ব্যাপক পরিসরে সেবামূলক এসব কার্যক্রমের মাধ্যমে তৃণমূলের অসহায় মানুষের পাশে থাকবো।’ 

গুরুদাসপুর-বড়াইগ্রাম উপজেলায় ১ হাজার কম্বল বিতরণের কাজ চলমান বলে জানিয়েছে সংগঠনটি।

বিডি প্রতিদিন/জুনাইদ

 
 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর