পটুয়াখালীর কলাপাড়ায় দুই শতাধিক হতদরিদ্র শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের হাজী ওয়াজেদ আলী সিকদার ওয়াকফ্ জামে মসজিদের সামনে ওইসব মানুষের হাতে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। রোটারী ক্লাব অফ ঢাকা’র আরচ ক্লুম্প সোসাইটি (একেএস) সদস্য রোটারিয়ান মিথুলী মাহবুব হোসাইন এর সহযোগীতা করেন। এ সময় মসজিদ কমিটির সভাপতি মো. হানিফ হাওলাদার, স্থানীয় ইউপি সদস্য মো. খলিল মল্লিক, সাবেক ইউপি সদস্য মো. রফিজ তালুকদার, মো.রিয়াজুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রোটারী ক্লাব অব ঢাকা ডাউনটাউন এর সদস্য রোটারিয়ান এম.কাউয়ুম ইসলাম জানান, রোটারী ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে প্রতি বছরই অসহায় গরীব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়। এর ধারাবাহিকতায় কলাপাড়ায় দুইশতাধিক অসহায় ও গরীব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ