বাগেরহাটের মোরেলগঞ্জে গৃহশিক্ষকের হাতে ছাত্রীর (১৬) ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ বুধবার ভুক্তভোগী ছাত্রীকে হেফাজতে নিয়ে ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট আদালতে প্রেরণ করেছে।
মামলার একমাত্র আসামি বিমল কীর্তনিয়ার ছেলে কলেজছাত্র বিপুল কীর্তনিয়া (২৫)। মামলার খবরে অভিযুক্ত গা ঢাকা দিয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, বিপুল কীর্তনিয়া প্রতিবেশী ৮ম শ্রেণির ছাত্রীকে (১৬) বাড়িতে গিয়ে প্রাইভেট পড়াত। একপর্যায়ে মেয়েটিকে সে ধর্ষণ করে। এতে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। সম্প্রতি বেসরকারি একটি ক্লিনিকের নার্সের সহায়তায় ওই ছাত্রীর গর্ভপাত করা হয়। এতে সে অসুস্থ হয়ে পড়লে গত রবিবার তাকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।
পরে নারী-শিশুর সহায়তা সেলের হস্তক্ষেপে পুলিশ ভুক্তভোগীর খোঁজ খবর নেয়। মঙ্গলবার রাতে এ ঘটনায় থানায় মামলা দায়ের করেন তার বাবা।
এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, খবর পেয়ে আইনগত ব্যবস্থা নিয়েছি। ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডিপ্রতিদিন/কবিরুল