বগুড়ায় নির্মাণাধীন ভবনের বিম ভেঙ্গে শঙ্কর রাজভোড় (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় শহরের জলেশ্বরীতলায় বগুড়া সিটি সেন্টার ভবনের নিচতলায় এই ঘটনা ঘটে।
নিহত শঙ্কর শহরের দক্ষিণ চেলোপাড়ার বিশ্বনাথ রাজভোড়ের ছেলে। তিনি ভাঙারির শ্রমিক হিসেবে কাজ করতেন।
ভবনটির কেয়ারটেকার আনোয়ার হক খান জানান, ভবনের পূর্ব পাশের কিছু অংশ বিক্রি করে দেওয়া হয়েছে। সেই অংশের অবকাঠামোগুলো গত বুধবার থেকে ভাঙ্গা হচ্ছিল। এই কাজটির ঠিকাদারি নেন জাহাঙ্গীর নামে এক ব্যক্তি। তার নিয়ন্ত্রণে শঙ্কর নামে এই শ্রমিক কাজ করেন। বৃহস্পতিবার বিম ভাঙ্গার সময় সেটি তার মাথার ওপর পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়।
সদর ফাঁড়ির এসআই খোরশেদ আলম জানান, বগুড়া সিটি সেন্টার ভবনের বিম ভাঙ্গার সময় এটি শঙ্করের মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করি। মরদেহ ময়নাতন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল