বরিশাল জেলার বাবুগঞ্জে একই পরিবারের দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাতের খাবারে চেতনানাশক মিশিয়ে অথবা স্প্রে করে তাদের হত্যা করা হয়েছে বলে সন্দেহ পুলিশের।
এ ঘটনায় অসুস্থ ওই পরিবারের আরেক নারীকে অচেতন অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কে বা কারা এবং কেন তাদের হত্যা করেছে তা নিশ্চিত করে বলতে পারেনি কেউ। এ ঘটনার বিচার দাবি করেছেন স্বজনরা। পুরো ঘটনা তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
গত বুধবার রাত ৯টার পর বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভুতেরদিয়া গ্রামের খন্দকার বাড়িতে এই ঘটনা ঘটে।
মৃত দুইজন হলেন ওই বাড়ির প্রয়াত মকবুল হোসেনের স্ত্রী লালমুন্নেছা (৯৫) ও তার নাতি সোলায়মানের স্ত্রী রিপা বেগম (২৩)। এ ঘটনায় সোলয়মানের মা মিনারা বেগমকে (৫০) অচেতন অবস্থায় স্বাস্থ্য ভর্তি করা হয়েছে। দেলোয়ার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। বরিশাল নগরীতে বসবাস করেন তিনি। গ্রামের বাড়িতে থাকতেন সোলায়ানের স্ত্রী রিপা, তার শ্বাশুড়ি মিনারা এবং দাদী শ্বশুড়ি লালমুন্নেছা।
প্রতিবেশী ও স্বজনরা জানান, বুধবার রাত ৯টার দিকে ওই পরিবারের নারী সদস্যরা রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। কিছুক্ষণ পর লালমুন্নেছা ও রিপা অসুস্থ হয়ে পড়েন। এ সময় কিছুটা স্বাভাবিক থাকা মিনারা বেগম ডাক চিৎকার দিলে প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে পুলিশে খবর দেয়। পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জরুরি বিভাগের চিকিৎসক লালমুন্নেছা ও রিপাকে মৃত ঘোষণা করেন।
তারা আরও জানান, রাতে ওই ঘরে সিদ কাটা দেখতে পান। দুর্বৃত্তরা ওই পরিবারের নারীদের সঙ্গে থাকা স্বর্ণালঙ্কার এবং মুঠোফোন নিয়ে যায়। তাদের পরিকল্পিতভাবে হত্যা করার হয়েছে বলে সন্দেহ তাদের। এ ঘটনায় অভিযুক্তদের কঠোর বিচার দাবি করেন তারা।
দুই নারীর মরদেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
বাবুগঞ্জ ও মুলাদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার জানান, রাতের খাবারে চেতনানাশক মিশিয়ে অথবা স্প্রে করে তাদের অচেতন করা হয়েছে। এতে দুই জনের মৃত্যু হয়েছে। একজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে প্রাথমিকভাবে সন্দেহ পুলিশের। বিষয়টি তদন্ত চলছে। এ ঘটনায় মামলা দায়েরসহ অভিযুক্তদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানান।
বাবুগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান জানান, সুরতহাল শেষে দুই নারীর মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। মৃতদের আত্মীয়-স্বজনদের জিজ্ঞাসাবাদ চলছে।
বিডি প্রতিদিন/নাজমুল