লক্ষ্মীপুরে ‘সাংস্কৃতিক জাগরণ ও সম্প্রীতির বাংলাদেশ চাই’ শীর্ষক সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে জোটের জেলা সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুরাদ-আল হাসান চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল হায়দার চৌধুরী, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন প্রমুখ।
সমাবেশে বক্তারা দেশের চলমান পরিস্থিতিতে মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক মূল্যবোধ ও শান্তি সম্প্রীতি সমুন্নত রাখার লক্ষ্য নিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ করা বলে জানান।
বিডি প্রতিদিন/হিমেল