বান্দরবানের রুমায় পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের এক সদস্যের (কেএনএফ) লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সকালে আরথাহ পাড়া ও বাচলং পাড়ার মাঝামাঝি একটি স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।
পাইন্দু ইউনিয়নের চেয়ারম্যান উহ্লামং বলেন, ‘সন্ত্রাসীদের গোলাগুলির কারণে পাড়ার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে। আরও অনেকে পালিয়ে আত্মীয়-স্বজনের বাসায় আশ্রয় নিয়েছে। পাড়ায় এখন মানুষজন নেই।’
রুমা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছন। তিনি বলেন, ‘পাহাড়ি সন্ত্রাসী গ্রুপ কেএনএফের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটছে। সেখানে অভিযান চালিয়ে একটি লাশ উদ্ধার করা হয়েছে।’
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন