বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মানিকগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড আজাহারুল ইসলাম আরজুর দাফন সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। সোমবার বাদ যোহর সরকারী দেবেন্দ্র কলেজ মাঠে জানাজা শেষে মানিকগঞ্জ সদর উপজেলার চরমত্ত কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজার পূর্বে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অর্নার প্রদান করা হয়।
মরহুমের জানাজায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, মানিকগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম কামাল, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ফটো, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সাবেক যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা আইনজীবী সমিতির সভাপতি জামিলুর রশীদ খান, প্রেস ক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, জেলা সুজনের সহ সভাপতি ইকবাল হোসেন কচি, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আবুল হোসেন শিকদার, সাধারণ সম্পাদক মজিবর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের লোকজন অংশ নেয়।
উল্লেখ্য, রবিবার দিবাগত রাত একটার দিকে মানিকগঞ্জ শহরের পশ্চিম দাশড়া এলাকায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না-লিল্লহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিডি প্রতিদিন/হিমেল