টাঙ্গাইলের সখীপুরে ফেসবুকে উপজেলার আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ হওয়াকে কেন্দ্র করে ঘোষিত বিক্ষোভ সমাবেশ প্রত্যাহার করেছে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষ।
একাংশের পক্ষে কমিটি সংশোধন করতে পাঁচ দিনের আল্টিমেটাম দিয়ে সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক।
সোমবার বিকেল পাঁচটায় সখীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার। সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে কমিটি বিষয়ে কোন সমন্বয় না করে মাদক কারবারী, নারী কেলেংকারী ও তার আত্মীয় স্বজনদের দিয়ে একটি পূর্ণঙ্গ কমিটি প্রকাশ করেছে। এই কমিটিকে প্রতিহত করতে আমাদের অবস্থান কর্মসূচী পাঁচ দিনের জন্য প্রত্যাহার করছি এবং আমাদের দেওয়া পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ না করলে আগামী পাঁচ ফেব্রুয়ারি অবস্থান কর্মসূচি পালন করবো।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, অধ্যক্ষ সাঈদ আজাদ, আতিকুর রহমান বুলবুল, খলিলুর রহমান প্রমুখ। এসময় উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থি ছিলেন।
এদিকে স্থানীয় সংসদ সদস্যের অনুসারী ও উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটিতে পদ পাওয়া একাংশের পাঁচ শতাধিক নেতাকর্মী পৌর কার্যালয়ের সামনে অবস্থান নেয়। তারা নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে পরস্পর শুভেচ্ছা বিনিময় করে।
বিডি প্রতিদিন/নাজমুল