৩১ জানুয়ারি, ২০২৩ ১৯:০২

শিশুস্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাদ্যদ্রব্য বিক্রি করায় জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

শিশুস্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাদ্যদ্রব্য বিক্রি করায় জরিমানা

ভোক্তা অধিকারের অভিযান

মেয়াদোত্তীর্ণ, মূল্যবিহীন ও ক্ষতিকর রং মেশানো নিম্নমানের শিশুখাদ্য বিক্রি করার অপরাধে চুয়াডাঙ্গার জীবননগরে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে জীবননগর উপজেলা শহরের মুক্তিযোদ্ধা মার্কেটে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সজল আহম্মেদ জানান, জীবনগর উপজেলার মুক্তিযোদ্ধা মার্কেটে শিশুখাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের তদারকি করা হয়। এসময় মার্কেটের মেসার্স মিজান স্টোরে শিশু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অনুমোদনহীন ও পণ্যের মূল্যবিহীন, ক্ষতিকর রং মেশানো নিম্নমানের শিশুখাদ্য বিক্রির অপরাধে উক্ত প্রতিষ্ঠানের মালিক মিজানুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে এমন অপকর্ম আর করবে না মর্মে মুচলেকা নেওয়া হয়। এসময় ৮-১০ বস্তা নিম্নমানের পণ্য জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করা হয়।

এ অভিযানের সার্বিক সহযোগিতায় ছিলেন জীবননগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনিসুর রহমান ও জীবননগর থানা পুলিশের একটি টিম।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর