শিরোনাম
৩ ফেব্রুয়ারি, ২০২৩ ২০:০১

চার বন্ধু নদে গোসলে নেমে লাশ হয়ে ফিরল একজন

কুষ্টিয়া প্রতিনিধি

চার বন্ধু নদে গোসলে নেমে লাশ হয়ে ফিরল একজন

ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়

মাদ্রাসাপড়ুয়া চারবন্ধু পদ্মার শাখা গড়াই নদে গোসলে নেমেছিল। তিনবন্ধু সাঁতরে পারে উঠলেও ফেরা হয়নি এক বন্ধুর। নিখোঁজের প্রায় চারঘণ্টা পর তাকে বাড়ি ফিরতে হয়েছে লাশ হয়ে।

শুক্রবার বিকাল ৪ টার দিকে গড়াই নদ থেকে হাসান (১৫) নামে এই মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। হাসান শহরের কমলাপুর ওয়াজেদ আলী নুরানী হাফিজিয়া মাদ্রাসার হেফজ শাখার আবাসিক ছাত্র ও শহরতলীর বটতৈল এলাকার রাশিদুল ইসলামের ছেলে।

এক সাথে গোসল করতে নামা সহপাঠী আব্দুল আহাদ জানায়, শহরতলীর মঙ্গলবাড়িয়া বাঁধের কাছে তারা চারবন্ধু শুক্রবার বেলা পৌনে ১২ টার দিকে একসঙ্গে গোসলে নামে। তারা সবাই সাঁতার জানতো। একযোগে সবাই নদী সাঁতরে এপার থেকে ওপারে যায়। কিন্তু এপারে ফেরার সময় হাসান পানিতে তলিয়ে যায়। তারা খুঁজে না পেয়ে আশপাশের লোকদের খবর দেয়। পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে।  

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম জানান, নিজস্ব ডুবুরিদল না থাকায় খুলনার ডুবুরি দলকে তলব করা হয়। ডুবুরি দল পৌঁছানোর আগে তারা স্থানীয়দের সহযোগিতায় নিখোঁজ ওই মাদ্রাসাছাত্রের মরদেহ খুঁজে বের করার চেষ্টা চালায়। একপর্যায়ে বিকাল চারটার দিকে ওই এলাকা থেকে হাসানের মরদেহ উদ্ধার করা হয়।  

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর