মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দীর দাখিল মাদ্রাসায় ককটেল বিস্ফোরিত হয়েছে। পরে ঘটনাস্থল থেকে পুলিশ অবিস্ফোরিত পাঁচটি ককটেল উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে বিএনপির সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর পুলিশ অভিযান শুরু করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা বামন্দীর একটি মাদ্রাসায় গোপন বৈঠক করছিল। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলের কাছাকাছি গেলে দুটি ককটেল বিস্ফেরিত হয়। এসময় সেখান থেকে নেতাকর্মীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত পাঁচটি ককটেল, দুটি দেশীয় অস্ত্র (রামদা) এবং লাঠিসোঁটা উদ্ধার করা হয়। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে বিএনপির ৭ নেতাকর্মীকে আটক করা হয়েছে।ওসি আব্দুর রাজ্জাক আরও বলেন, ককটেল বিস্ফোরণ ও ককটেল উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হ্জতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই