১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১৬:৫৫

গোপালগঞ্জে নাচে-গানে বসন্তবরণ

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে নাচে-গানে বসন্তবরণ

ঋতুর পরিক্রমায় এসেছে ঋতুরাজ বসন্ত। আজ মঙ্গলবার গোপালগঞ্জে এসএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে স্কুল প্রাঙ্গণে বসন্তবরণে মিলিত হয় শিক্ষক-শিক্ষার্থী ও অবিভাবকবৃন্দ। বাসন্তী রঙের শাড়ি, হলুদ রঙের পাঞ্জাবি আর রঙ-বেরংয়ের ফুলের সাজসজ্জা উৎসব প্রাঙ্গণকে বর্ণিল করে তোলে। প্রিয়জনের হাত ধরে আসা মানুষ গুলো বসন্ত উৎসবের গানে মেতে ওঠেন।

এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে বসন্তকে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বরণ করে নেয়া হয়। বিকেলে জেলা শিল্পকলা একাডেমি ও জেলা প্রশাসনের উদ্যোগেও বসন্তবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ মুন্সী আতিয়ার রহমান, অতিরিক্ত জেলা প্রশাক (শিক্ষা ও আইসিটি) মোঃ গোলাম কবির, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া পারভিন প্রমুখ বক্তব্য রাখেন।
 
বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর