গাজীপুর কালিয়াকৈরে শনিবার বিকেলে বোয়ালী নরেন্দ্র নারায়ণ হাই স্কুল এ্যান্ড কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নরেন্দ্র নারায়ণ হাই স্কুল এ্যান্ড কলেজের সভাপতি হাজী এ্যাড. আতোয়ার রহমান আকাশ। অনুষ্ঠান সঞ্চালনা বোয়ালী ইউনিয়নের ২ নং নাম্বারের মেম্বার শরিফুল আল মামুন আবু।
অনুষ্ঠানের বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, মির্জাপুর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন (সামান্ত), উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লা, বোয়ালী ইউনিয়নের চেয়ারম্যান আফজাল হোসেনে,বীব মুক্তিযুদ্ধা সাবেক চেয়ারম্যান হাফিজ উদ্দিন, গাজীপুর আইনজীবী সমিতির সভাপতি এ্যাড সুদীপ্ত কুমার, খাজা বদরুদ্দোজা হাসপাতালে ম্যানেজিং ডিরেক্টর ডাঃ বখতিয়ার হোসেন, বঙ্গবন্ধু চার নেতা পরিষদের সভাপতি আতিকুর রহমান জন প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ