১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ১৮:০৮

হত্যা মামলার তদবির করতে গিয়ে শিক্ষক নিখোঁজ

মোরেলগঞ্জ প্রতিনিধি:

হত্যা মামলার তদবির করতে গিয়ে শিক্ষক নিখোঁজ

সহকারি শিক্ষক মুহিদুল ইসলাম

বাগেরহাটের মোরেলগঞ্জের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক ৪ দিন ধরে নিখোঁজ রয়েছেন। ১৩৬ নং গাজীরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মুহিদুল ইসলাম(৩৫) গত বৃহস্পতিবার দুপুর থেকে বাগেরহাটের সরুই এলাকা থেকে নিখোঁজ হয়েছেন।

ঘটনার দিন নীজ এলাকার একটি হত্যা মামলায় আসামিপক্ষে তদবির করতে আসামিদের সাথে বাগেরহাট কোর্ট এলাকায় গিয়েছিলেন মুহিদুল। ওইদিন দুপুরে আদালত রায় ঘোষণার পর থেকে শিক্ষক মহিদুলকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। তার মোবাইল ফোনও বন্ধ। 

এ বিষয়ে মহিদুলের স্ত্রী মৌসুমি খানম গত শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বাগেরহাট সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন। এর এক দিন পরে (১৭ ফেব্রুয়ারি) র‌্যাব-৬ এ মহিদুলকে উদ্ধারের জন্য আবেদন করেছেন তার ছোট ভাই গাজীরঘাটের ওয়ার্ড মেম্বর ওহিদুল ইসলাম। 

এ বিষয়ে ১৩৬ নং গাজীরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাদিরা বেগম বলেন, ১৫ ফেব্রুয়ারি মহিদুল ইসলাম ছুটি চেয়ে বিদ্যালয় থেকে চলে গেছেন। এর পর থেকে সে নিখোঁজ রয়েছেন। 

বাগেরহাট সদর থানার ওসি মো. আজিজুল ইসলাম বলেন, জিডিমূলে তদন্ত চলছে। এখনো ওই শিক্ষকের সন্ধান পাওয়া যায়নি। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর