রংপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল মাসুদ চৌধুরী নান্টুর দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার বাদ জোহর রংপুর নগরীর কেরামতিয়া জামে মসজিদ প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তাকে মুন্সিপাড়া মুক্তিযোদ্ধা করবস্থানে সমাহিত করা হয়।
জানাজার নামাজে উপস্থিত ছিলেন, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তফা, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাকসহ জাতীয় পার্টি, অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।রবিবার রাত সাড়ে ৯টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা আবুল মাসুদ চৌধুরী নান্টু ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
বিডি প্রতিদিন/নাজমুল