টাঙ্গাইলে জেলা জাতীয় পার্টির (জাপা) সম্মেলন প্রস্তুতি কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জেলা জাতীয় পার্টির উদ্যোগে রাইফেল ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম বলেন, বর্তমান সরকারকে এ দেশের মানুষ আর চায় না। এছাড়াও বিএনপিকে অনেক আগেই এদেশের মানুষ প্রত্যাখান করেছে। আগামী নির্বাচনে যে ক্ষমতা হারাবে সেই দলই অস্তিত্ব সংকটে পড়বে। তাই সকলেই চায় জাতীয় পার্টি ক্ষমতায় আসলে উভয় দলই নিরাপদে থাকতে পারবে। আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য জাতীয় পার্টিকে প্রস্তুত করা হয়েছে।
জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আব্দুস ছালাম চাকলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় পার্টির নির্বাহী সদস্য রেজাউল করিম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মামুনুর রহিম সুমন ও দেলোয়ার হোসেন খান মিলন, সদস্য সোহেল মিয়া, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মুহাম্মদ মোজাম্মেল হক, জেলা জাতীয় পার্টি প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক আবু তাহের, সৈয়দ শামসুদ্দোহা যুবরাজ, মো. ইব্রাহিম মোল্লা, আহসান খান আছু প্রমুখ। এ সময় জেলা উপজেলা, শহর, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বিডি প্রতিদিন/হিমেল