২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ২০:০৫

দেশ পাল্টে দিয়েছেন শেখ হাসিনা: মতিয়া চৌধুরী

শেরপুর প্রতিনিধি

দেশ পাল্টে দিয়েছেন শেখ হাসিনা: মতিয়া চৌধুরী

উন্নয়ন উৎপাদনে দেশকে পাল্টে দিয়েছেন শেখ হাসিনা। দেশে এই সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে এবং উন্নয়ন অব্যহত আছে, তা বলে শেষ করার মতো নয়। সর্বস্তরের উন্নয়নে বাংলাদেশের চেহারা পাল্টে গেছে। 

শুক্রবার (২৪ ফেব্রোয়ারি) সকালে উপজেলার উরফা ইউনিয়নের বারমাইসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানের তিনি এসব কথা বলেন। 

এসময় মতিয়া চৌধুরী আরো বলেন, শেখ হাসিনার আমলে যোগাযোগ ও শিক্ষাসহ বিভিন্ন খাতে যে উন্নয়ন হয়েছে তার হিসেব করা যাবে না। বিশেষ করে পদ্মা সেতু, রাজধানী ঢাকার মেট্রোরেল, কর্ণফুলি নদীতে বঙ্গবন্ধু টানেল নির্মাণ, উড়াল সেতুসহ অনেক উন্নয়ন হয়েছে। এসব এত অল্প সময়ে অন্য কোনো দেশের সরকারের পক্ষে করা সম্ভব নয়। আর এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্যই। দেশ ও জাতির উন্নয়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবার আওয়ামী লীগকেই জনগণ ভোট দিবে। 

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমান, উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোছা. আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটনসহ অসংখ্য নেতা উপস্থিত ছিলেন। 

এরপর তিনি নালিতাবাড়ী উপজেলার স্কুলে শিক্ষার্থীদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেন। আগামীকাল শনিবার নকলা উপজেলার বেশ কিছু স্কুলে শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করবেন এবং বিকালে ঢাকায় ফিরবেন বলে জানা গেছে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর