২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১৩:৩৪

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ফেন্সিডিল লিলি গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ফেন্সিডিল লিলি গ্রেফতার

গোপালগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ফেনসিডিল লিলি বেগমকে গ্রেফতার করেছে গোপালগঞ্জ থানা পুলিশ। 

বৃহস্পতিবার রাত ১১ টায় বেনাপোল থেকে গ্রেফতার করে আজ শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। 

ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা গোপালগঞ্জ সদর থানার এসআই গনেশ বিশ্বাস বলেন, পুলিশ সুপারের দিক নির্দেশনায় গোপালগঞ্জ  থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এএসআই আল মামুনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে ১৩ বছর পলাতক থাকা আসামি লিলি বেগমকে গ্রেফতার করতে সক্ষম হই। ২০০৮ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার আসামি ফেনসিডিল লিলি বেগমকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট মূলে যশোর থেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর