লক্ষ্মীপুরে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবলীগ। সোমবার বিকেল ৪টার দিকে লক্ষ্মীপুর পৌর ১২নং ওয়ার্ডের মজুপুর এলাকায় এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভুঁইয়া।
পরে তার নেতৃত্ব বিএনপি-জামায়াতের অপরাজনীতির প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি লক্ষ্মীপুর-চৌমুহনী প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঝুমুর চত্বরে গিয়ে শেষ হয়।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সদস্য সচিব মিজানুর রহমান, যুবলীগ নেতা গোফরান বাবু, জালাল উদ্দীন রুমি পাটওয়ারী, দিপু মাহমুদ, কাজী ওয়াকির রহমান প্রমুখ।