২৭ ফেব্রুয়ারি, ২০২৩ ২২:০৪

শরীয়তপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান

শরীয়তপুরের সখিপুরে বিয়ের দাবিতে গত দুইদিন ধরে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন এক তরুণী। ওই তরুণী বাড়িতে যাওয়ার পর থেকেই উধাও হয়ে গেছেন প্রেমিক ও তার মা।

এ ঘটনায় সখিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ১০টায় সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গতকাল রবিবার সন্ধ্যায় সখিপুর ইউনিয়নের কাচিকাঁটা কান্দির (পতনা) প্রেমিকের বাড়িতে ওই তরুণী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন।

জানা গেছে, ওই তরুণী সখিপুরের কাচিকাঁটা কান্দি (পতনা) এলাকার মৃত জানশরীফ বেপারীর মেয়ে। তার প্রেমিক একই গ্রামের মৃত মরন আলী লস্করের ছেলে।

এ বিষয়ে কথা হয় ওই তরুণীর সঙ্গে। তিনি জানান, স্কুলজীবন থেকে তারা একে অপরকে পছন্দ করেন। ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে পরিবার একাধিকবার বিয়ে ঠিক করলেও প্রেমিক আনোয়ার লস্কর সেই বিয়ে ভেঙে দিয়েছেন।

এ বিষয়ে সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান মানিক সরদার বলেন, বিষয়টি জেনেছি। যেহেতু থানায় লিখিত অভিযোগ হয়েছে তাই আইনি জটিলতার কারণে তাদের নিয়ে আর বসা হয়নি।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর