চুয়াডাঙ্গার দর্শনা থেকে সাড়ে নয় হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। শনিবার বেলা ১২টার দিকে দর্শনার আকন্দবাড়িয়া এলাকায় একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে এগুলো জব্দ করা হয়।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালন লেফটেন্যান্ট কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুল রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থেকে আসা একটি বাসে তল্লাশি চালানো হয়। এসময় বাসের ক্যারিয়ার থেকে মালিকবিহীন একটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেট তল্লাশি করে পাওয়া যায় নয় হাজার ৪০০ পিস ভারতীয় ইয়াবা।
বিডি প্রতিদিন/এএম