৬ মার্চ, ২০২৩ ১৩:৫৬

বরিশালে র‌্যালি ও সমাবেশের মধ্যদিয়ে সিপিবির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে র‌্যালি ও সমাবেশের মধ্যদিয়ে সিপিবির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বরিশালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার সমাবেশ ও লাল পতাকা মিছিলের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে জেলা সিপিবি। 

সকাল ১১ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সমাবেশ করে তারা। জেলা সিপিবির সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল চন্দ্র মজুমদার, কমরেড হায়দার শরীফ ও কমরেড একে আজাদ সহ অন্যরা।

সমাবেশে বক্তারা বলেন, দেশের মানুষের ভোটাধিকার নেই। এই সরকার নির্বাচন ব্যবস্থ ধ্বংস করে দিয়েছে। দলীয় সরকারের অধিনে প্রহসনের নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতা দীর্ঘস্থায়ী করার চেষ্টা করছে। বক্তারা দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে নিরপেক্ষ তদারকী সরকারের অধিনে জাতীয় নির্বাচন দাবি করেন। 

এর আগে সমাবেশ শুরুর প্রারম্ভে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সদর রোডে এক সংক্ষিপ্ত র‌্যালি করেন নেতাকর্মীরা। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

সর্বশেষ খবর