৬ মার্চ, ২০২৩ ১৯:০৬

তৌহিদী জনতার ব্যানারে নৃশংসতা চালিয়েছে বিএনপি-জামায়াত: রেলমন্ত্রী

ঠাকুরগাঁও প্রতিনিধি

তৌহিদী জনতার ব্যানারে নৃশংসতা চালিয়েছে বিএনপি-জামায়াত: রেলমন্ত্রী

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, পঞ্চগড়ে তৌহিদী জনতার ব্যানারে বিএনপি-জামায়াত যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা একাত্তরের নৃশংসশতাকেও হার মানায়। বিএনপি-জামায়াত নানা নামে-বেনামে গুপ্ত হামলা করে মানুষের মনে আতঙ্ক ছড়াচ্ছে।

সোমবার দুপুরে আহমদ নগর এলাকা পরিদর্শনে এসে এবং আহমদিয়া সম্প্রদায়েরের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেয়া মানুষজনকে খাদ্য ও মানবিক সহায়তাদান কালে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি আরো বলেন, ১৯৭১ এর পাক হানাদারদের নৃশংসতাকেও হারা মানিয়েছে পঞ্চগড়ে আহমদিয়া অনুসারীদের বাড়িঘরে আগুন, প্রতিষ্ঠানে হামলা, লুটতারাজ ও জ্বালাও পোড়াও করার মধ্য দিয়ে।

মন্ত্রী বলেন, ২০১৩-১৪ সালে বিএনপি-জামায়তের আন্দোলনের যে ঘটনাগুলো ঘটেছিল, একিই ধরণের ঘটনা তৌহিদি জনতার ব্যানারে পুনরাবৃত্তি করেছে বিএনপি-জামায়াত। সরকারের সাংবিধানিক দায়িত্বে আহমদিয়া অনুসারীদের স্থানীয় প্রশাসনের মাধ্যমে জলসার অনুমোতি দেয়া হয়। 

কিন্তু জলসাকে কেন্দ্র করে সাদা পতাকা ও লাল পতাকা দিয়ে চিহ্নিত করেই তাদের বাড়িঘর ও প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে।  

পরে মন্ত্রী পুড়ে যাওয়া ও ক্ষতিগ্রস্ত ১৭৯টি পরিবারের মধ্যে ৩০ কেজি করে চাল, ১টি করে শাড়ি ও লুঙ্গি, কম্বল বিতরণ করে।

এসময় রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আবদুল আলিম মাহমুদ, পঞ্চগড় জেলা প্রশাসক মো: জহুরুল ইসলাম, পুলিশ সুপার এমএম সিরাজুল হুদা, আইনশৃংখলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ আহমদিয়া জামাতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর