খুলনার দিঘলিয়ায় মাইনুল (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৬ মার্চ) বিকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দিঘলিয়া সেনহাটি এলাকার মিজানুর রহমানের ছেলে।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন কুমার সরকার জানান, দুপুর সাড়ে ৩টার দিকে সেনহাটির আদর্শপাড়া গেলে মাইনুলকে দেশিয় ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করা হয়। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়। নিহতের নামেও থানায় একাধিক মামলা রয়েছে।
স্থানীয়রা জানান, বিগত ইউপি নির্বাচন নিয়ে স্থানীয় কিছু যুবকের সঙ্গে মাইনুলের বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরে তাকে হত্যা করা হতে পারে।
বিডি প্রতিদিন/হিমেল