৭ মার্চ, ২০২৩ ১৩:৪৯

বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত হয়েছে। দিবসটিতে জেলা প্রশাসনের উদ্যোগে বটতলা চত্বরে সকাল ১০টায় বঙ্গবন্ধুর  প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় সেখানে দাঁড়িয়ে নিরবে শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে উপস্থিত ছিলেন বগুড়া-৬  (সদর ) আসনের সংসদ সদস্য  রাগেবুল আহসান রিপু, জেলা প্রশাসক সাইফুল ইসলাম, জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হেসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) দীনেশ সরকার, বগুড়া জেলা প্রসাশকের কার্যালয়ের স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপসচিব) মাসুম আলী বেগ,  অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসটি) নিলুফা ইয়াসমিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ জেলা প্রশাসন ও  পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

এরপর জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু।

সকাল সাড়ে ১০টায় জেলা সিভিল সার্জন অফিসে দৃষ্টি দন্দন বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন শফিউল আজম। 

এ ছাড়া দিবসটিতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা সংগঠনের সভাপতি মজিবর রহমান মজনুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শিশু একাডেমিতে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের, চিত্রাঙ্কন, সংগীত ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিডি প্রতিদিন/কালাম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর