৮ মার্চ, ২০২৩ ২১:৫৫

উলিপুরে চালকের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি:

উলিপুরে চালকের মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুর থেকে এক ট্রাক্টর চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আরিফুল ইসলাম (৩৫)। তিনি উলিপুর পৌর এলাকায় বসবাস করেতন। 

গত ৩ দিন ধরে বাড়িতে না ফেরায় তিনি নিখোঁজ ছিলেন। বিকেলে কুড়িগ্রাম-চিলমারী সড়কের পাশে কিশামত মালতীবাড়ী গ্রামের একটি পুকুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন। পরে তারা পুলিশে খবর দিলে স্থানীয়রা পুলিশের সহায়তায় তার মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা জানান, ট্রাক্টর চালক আরিফ দুই বছর পুর্বে উলিপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাবেক কাউসিলর কয়ছার আলীর ট্রাক্টর চালাতেন। নিখোঁজ হওয়ার পর থেকে তার স্বজনরা তাকে খুঁজছিলেন। পরে তার মরদেহ পুকুরে দেখতে পেয়ে পুলিশসহ উদ্ধার করা হয়। 

এ ব্যাপারে উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর