মোবাইল ছিনতাইয়ের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ পৌর ছাত্রলীগের সহ-সভাপতি রাজন আলীকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে শিবগঞ্জ বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।
আজ শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি মো. আলি রাজ জানান, শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সুপার কমিটির সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন রাজন আলী।
শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত রাজন আলীর বিরুদ্ধে মোবাইলসহ বিভিন্ন ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।বিডি প্রতিদিন/হিমেল