কুমিল্লার লালমাই উপজেলা পরিষদ নির্বাচনী কেন্দ্র চৌহদ্দীর মধ্যে মোটরসাইকেল নিয়ে প্রবেশ করায় একজনকে জরিমানা করা হয়েছে।
লালমাই উপজেলার আটিটি বাজার এলাকায় এ জরিমানা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অতীশ সরকার।
তিনি বলেন, নির্বাচনী এলাকায় মোটরসাইকেলসহ যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। নিয়ম না মেনে ওই ব্যক্তি মোটরসাইকেল নিয়ে প্রবেশ করায় তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। সে সঙ্গে তাকে প্রয়োজনীয় কাগজপত্র তৈরির জন্য সতর্ক করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ